করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় চলচ্চিত্র ও সিনেমার শুটিং। কাজ থেকে বিরতি নিয়ে তারকারা নিজ নিজ বাড়িতে শুরু করেন তাঁদের সঙ্গনিরোধকাল। পরে জুন মাস থেকে নতুন স্বাভাবিক পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্র ও নাটকের শুটিং শুরু হয়। এক এক করে শিল্পীরা কাজে ফিরতে শুরু করেন। তবে কয়েকজন তারকা ছিলেন ব্যতিক্রম। শুটিং শুরু হয়ে গেলেও সেই তারকারা ব্যক্তিগত সিদ্ধান্তেই বিরতির সময়কে দীর্ঘায়িত করেন। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে করোনাকাল অবসানের অপেক্ষা করতে থাকেন। কিন্তু এই অপেক্ষা যে শেষ হওয়ার নয়, দেরিতে হলেও তা বুঝতে পারছেন তারকারা। তাই লম্বা বিরতি শেষে কাজে ফিরছেন বড় তারকারা।