গুরুতর অসুস্থ অভিনেতা ফারাজ খানের চিকিৎসায় এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান । জানা গেছে, ফারাজ খানের মেডিক্যালের খরচ বহন করবেন তিনি। এমনটি জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী কাশ্মীরা শাহ।
ইন্সটাগ্রামে একটি পোস্টে সালমানকে উদ্দেশ্য করে কাশ্মীরা শাহ লেখেন, আপনি সত্যিই একজন মহান মানুষ। ধন্যবাদ ফারাজ খানের যত্ন নেওয়া জন্য এবং তার মেডিক্যালের খরচ দেওয়ার জন্য।
মস্তিষ্কে সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ফারাজ খান।