বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ রবিবার উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করতে পারেন, তা মেনে নিতে পারছেন না কেউ। প্রথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই ধারণা করেন। কিন্তু সুশান্তের পরিবার এই মৃত্যু আত্মহত্যা নয় বলেই দাবি করেছে। পরে সুশান্ত সিংয়ের মামা আর সি সিং দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন তিনি।