আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন চলচ্চিত্র প্রযোজনা করি। আমার মা প্রায়ই বলতেন। করোনার আবহে আমার মা চলে গেলেন না ফেরার দেশে। এরপর প্রতিনিয়ত মায়ের অপুর্ণ ইচ্ছাটা আমাকে পীড়া দিতো। মনে হতো মা বলে গেছেন। কিন্তু সেটা আমার পক্ষে করা হয়ে উঠছে না। এটার কষ্টদায়ক উঠেছিল বেশ তখনই আমি আবেদন করলাম প্রযোজক সমিতিতে।
বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘জ সদস্যপদ পেলাম।