সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য মোড় নিয়ে এখন এসে দাঁড়িয়েছে হ্যাশট্যাগ ‘মিটু’ আর মাদককাণ্ডে। বলিউডকে বলিউড তারকা কঙ্গনা রনৌত বলেছেন ‘নর্দমা’। এটা শুনে জয়া বচ্চন সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘এরা যে থালায় খায়, সেই থালা ফুটো করে।’ এটা নিয়ে শুরু হয়েছে পক্ষে–বিপক্ষে তুমুল তর্ক। এর মধ্যেই নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এসেছে যৌন হয়রানির অভিযোগ। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত জবানবন্দী দিয়েছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোতে।