শ্রাবন্তীর মা অনেক দিন ধরেই অসুস্থ। সম্প্রতি তাঁর অবস্থা গুরুতর হয়ে উঠেছে। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শ্রাবন্তী। ইতিমধ্যে তাঁর মা মাহমুদা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাকে দেখার জন্য মনটা ছটফট করছিল শ্রাবন্তীর। প্রতিনিয়ত দেশে ফেরার উপায় খুঁজছিলেন। একপর্যায়ে টিকিট জোগাড় করে দুই সন্তানকে নিয়ে তিনি ছুটে এসেছেন দেশে। জন এফ কেনেডি বিমানবন্দরে বসে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আম্মাকে দেখার অপেক্ষা…।’

Leave A Comment