লকডাউনে নেট-নির্ভরতা বেড়েছে, বেড়েছে অনলাইন ওয়ালেট নির্ভর লেনদেনও। সেই সুযোগে জাল বিছোচ্ছে প্রতারকেরা। কার্ড ব্লকের গল্প এখন পুরনো। এ বার তাই কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) নেওয়ার ছকে দূর থেকেই গ্রাহকের অজান্তে তাঁর মোবাইল নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে প্রতারক। হরিদেবপুর থানা এলাকার এক বাসিন্দা সম্প্রতি এ ভাবেই প্রায় এক লক্ষ টাকা খুইয়েছেন। পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি।