অনেক জল্পনা-কল্পনা শেষে অক্টোবরে বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন আইফোন ১২ ফোন। কিন্তু তার আগেই ফাঁস হয়েছে আইফোন ১২ ফোনের যাবতীয় তথ্য।

প্রযুক্তি সাংবাদিক টিপস্টার জন প্রোসার একাধিক টুইটে জানান, আইফোন ১২ এর ফিচার, মডেল ভেরিয়েন এবং দাম। এমনকি অ্যাপলের পক্ষ থেকে কবে আনুষ্ঠানিক ঘোষণা হবে সেটিও জানিয়ে দেন তিনি।

আইফোন ১২ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করেনি অ্যাপল। এমনকি কবে ঘোষণা হতে পারে সে সম্পর্কেও কিছু জানায়নি।

Leave A Comment