কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নিজের প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ শিরোনামে গানটির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর উপহার দিয়েছেন বহু শ্রেতাপ্রিয় গান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো লাইভ’-এ আসছেন এই কণ্ঠশিল্পী। এসময় নিজের কাজ ও জীবনের অজনা নানান বিষয় শেয়ার করবেন কনা।

ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।

আরো পড়ুন: অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ফখরুল

One Comment

  1. […] আরো পড়ুন: আজ ইত্তেফাক ‘টুনাইট শো লাইভ’-এ আসছেন ক… […]

Leave A Comment