চার বছর পর আবারও একসঙ্গে জুটি বাঁধলেন মাহিয়া মাহি ও সজল।
২০১৬ সালে জুটি বেঁধে শুরু হয়েছিল সজল-মাহির ‘হারজিৎ’ ছবির শুটিং। তবে বদিউল আলম খোকনের এই ছবির কাজ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।
জানা যায়, ওই সময়ে ‘ভালো থেকো’ নামের আরেকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।