এ বছরের প্রথমদিকে তখনও ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেনি পৃথিবীব্যাপী। ২১ ফেব্রুয়ারি, একই দিনে ভূমি পেডনেকার অভিনীত দুটি নতুন সিনেমা ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ এবং ‘ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেডশিপ’ মুক্তি পায়। প্রথমটিতে খুব স্বল্পসময়ের জন্য তাকে দেখা গেলেও দ্বিতীয়টিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার সময়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ায় তার অভিনীত ছবি দুটি তেমন সাফল্য পায়নি। 

Leave A Comment