পপ তারকা টেইলর সুইফট আবারো প্রতারণার শিকার হয়েছেন। বিগ মেশিন রেকর্ডের সঙ্গে টেইলর সুইফটের চুক্তি শেষ হয় ২০১৮ সালে। এর পরের বছর মালিকানা নেন স্কুটার ব্রাউন। তখন থেকে টেইলর সুইফট ও ব্রাউনের সম্পর্ক খুব একটা ভালো নেই।

স্কুটার ব্রাউন টেইলর সুইফটের প্রথম ৬টি অ্যালবামের মাস্টার কপি তার অনুমতি না নিয়েই বিক্রি করে দিয়েছেন।

Leave A Comment