চলতি বছরে রিল লাইফে বাজিমাত করলেও রিয়েল লাইফের সংকট যেন কাটছেই না বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। মে মাসের মাঝামাঝিতে জানা গিয়েছিল দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিচ্ছেদ চেয়েছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। নওয়াজকে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন আলিয়া। সে সময় ব্যক্তিগত জীবনের এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেছেন আলিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে।