দীর্ঘ অচলাবস্থার পর আবার সরব হয়ে উঠছে সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। মহামারি কভিড-১৯-এর কারণে প্রায় সাত মাস বন্ধ ছিল জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। ২৩ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা। এদিন একসঙ্গে হলিউডের দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’, অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’।

Leave A Comment