পরিচালক নিতেশ তিওয়ারির পরিচালনায় ২০১৬ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখে রিলিজ হওয়া আমির খানের দঙ্গল মুভিটি ৩৭৬ কোটি রুপি আয় করে। এখন পর্যন্ত দর্শকের মনে জায়গা করে বসে আছে এই মুভিটি। বক্সঅফিস এখনো কাঁপিয়ে চলেছে ।
তিওয়ারির কাছে দঙ্গল-টু করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি নিয়ে এখনও কিছু ভাবিনি। তবে তিনি আশার বানি শোনান। তিনি বলেন ভাল গল্প পেলে দঙ্গল-টু করবেন।
তিনি আরো বলেন আপাদত ’রেঙ্গুন’ নিয়ে ব্যস্ত আছি। এর কপি রাইটের কিছু ঝামেলা চলছে । যার কারনে অন্য দিকে ভাবতে পারছিনা । ’রেঙ্গুন’ এর ব্যপারে বড় ধামাকা আশায় আছি।
[…] আরো পড়ুন: আসতে পারে ‘দঙ্গল-টু […]
[…] আরো পড়ুন: আসতে পারে ‘দঙ্গল-টু […]