ইন্টেলেকচুয়াল প্রপার্টি (Intellectual Property) বলতে মূলত বোঝায় বুদ্ধিবৃত্তিক সম্পদ। অর্থাত্ কোন ব্যক্তি বা সংস্থা তাদের নিজেদের জ্ঞান, বুদ্ধি, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে কোন কিছু তৈরি করলে সেটি সে ব্যক্তি বা সংস্থার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অন্যদিকে কপিরাইট আইন সৃজনশীল কাজের স্বীকৃতি নিশ্চিত করে, যা স্বীকৃতি অর্জনের সাথে অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত করতে পারে। এ দুই ধরনের ক্ষেত্র অবশ্য বেশ জটিল। দেশ আর ইন্ডাস্ট্রি ভেদে এগুলোর প্রয়োগ আলাদা হয়। তাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও কপিরাইট আইনে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রাথমিক একটা ধারণা পাবেন এবারের লেখায়।