নায়ক কিংবা ভিলেন, কে পাবে নায়িকাকে? ‘মাগাধিরা’ ছবিতে কাজলকে বিয়ে করার জন্য প্রতিযোগিতা হয়েছিল এই দুই পুরুষের মধ্যে। ছবিতে পরিচালক নিয়তি নির্ধারিত করেন। তাই নায়কই জিতে যায়। বিয়ের অনুমতি পায় কাজল আগারওয়ালকে। তবে এবার আর কাজলকে বিয়ে করার জন্য প্রতিযোগিতার প্রয়োজন নেই। ভারতের দক্ষিণী এই অভিনেত্রীর পাত্র আগে থেকেই প্রস্তুত। উদ্যোক্তা গৌতম কিসলুর গলায় শিগগির বরমাল্য দেবেন এই অভিনেত্রী।
করোনাকাল হওয়ায় অনেকেরই বিয়ে পিছিয়েছে। কাজল আগারওয়ালের বিয়ে নিয়ে অবশ্য তেমন কোনো কানাঘুষা ছিল না।