ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ঊর্মিলা মাতন্ডকরের। নিজেই সে কথা টুইট করে অনুরাগীদের জানালেন অভিনেত্রী। ইতিমধ্যেই সব কিছু জানিয়ে মুম্বই পুলিশের সাইবার সেলে একটি এফআইআর দায়ের করেছেন তিনি।
টুইটারে তিনি লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রথমে ইনস্টাগ্রাম থেকে আমাকে কয়েকটি পদ্ধতি বলা হয় অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। সেগুলি করার পরেই আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। সত্যিই এমন হয়? এটা মোটেই ঠিক হয়নি।’