শিরোনাম দেখে ভক্তরা ভাবছেন এ কেমন কোথা, সাংবাদিকেরা এসব কী লেখে, এমন কোথা কেন লেখে? খুব স্বাভাবিক এইসব প্রশ্ন কিংবা মনে আসা ভাবনা। তবে শিরোনাম দেখেই সিদ্ধান্তে যাওয়া যায় না যেমন তেমনই প্রচ্ছদ দেখে কোনো বইকে বিবেচনা করা উচিৎ নয়। সংবাদের শিরোনামটা হাবিবেরই দেওয়া।