চঞ্চল চৌধুরী। তারকা অভিনেতা ও মডেল। সম্প্রতি ‘তকদির’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া কিছুদিন আগে বিজ্ঞাপনেও কাজ করেছেন। ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘তকদির’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
ওয়েব সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনা আছে। যেজন্য অপেক্ষা করছিলাম একটি দেশীয় পরিচ্ছন্ন কনটেন্টের জন্য। ওয়েব ছবির জন্য যা কিছু আয়োজন থাকা দরকার, সবই ছিল ছবিতে। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর কাজে অনেক যত্ন ছিল। এখানে আমাকে লাশবাহী গাড়ির ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছি। এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।