দর্শকপ্রিয় নাটকগুলোর একটি মোশাররফ করিম অভিনীত ‘জমজ’। এই সিরিজের প্রথম নাটকে তিনি অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে একে একে নির্মিত হয়েছে এর ১৩টি সিক্যুয়েল। প্রতি ঈদে টিভির পর্দায় ‘জমজ’র সিক্যুয়েল যেন বাড়তি আনন্দ যোগ করে থাকে।

কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনো সিক্যুয়েল। গত ঈদে ফাঁকা গেলেও এবারের ঈদে থাকছে ‘যমজ ১৪’। আগের নাটকগুলোতে তিন চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেছে। তবে এবারের পর্বে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

আরও পড়ুন:রাক্ষসী মমতা শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছেন : কঙ্গনা

One Comment

  1. […] আরও পড়ুন: এবার চারজন মোশাররফ করিম! […]

Leave A Comment