একাধিক চমক নিয়ে ঈদে আসছে আলোচিত হিরো আলমের নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি ‘টোকাই’। ছবির প্রধান চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন, তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দু’জন। 

জানা গেছে, একজন টোকাইয়ের জীবন কাহিনী নিয়ে এ আর মুকুল নেত্রবাদীর গল্পে ছবিটি পরিচালনা করেছেন বাবুল রেজা। গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়ে পূবাইলে টানা দৃশ্যধারণের মধ্য দিয়ে গতকাল ৬ মার্চ ছবিটির কাজ শেষ হয়েছে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, সুইটি ও রাশেদ জামান। 

আরো পড়ুন: অমিতাভের বিরুদ্ধে খাবার ‘চুরির’ অভিযোগ দীপিকার!

One Comment

  1. […] আরো পড়ুন: এবার ‘টোকাই’ হয়ে আসছেন হিরো আলম […]

Leave A Comment