মাস কয়েক আগে বাদশা-জ্যাকলিনের রিমেক ‘গেন্দা ফুল’ গানটি নিয়ে নিয়ে কম জলঘোলা তো হয়নি। তবে এবার এই গানটি আসছে নতুন রূপে। শুধু তাই নয়, গানের স্রষ্টা রতন কাহারকেও দেখা যাবে এর ভিডিওতে। মিউজিক ভিডিওতে তিনি নেচেছেন দেবলীনা-জ্যাকলিনের সঙ্গে। বাদশার র‌্যাপের সঙ্গেই মিশে গিয়েছে বাংলার এই লোকগান।

Leave A Comment