মিডিয়ার বিয়ে টেকে না। এমন কথা সবখানেই প্রচলিত। বিষয়টাকে যদিও মেনে নিতে চাননা মিডিয়ার মানুষেরা। তারপরেও প্রতি বছর ‘মিডিয়ার বিয়ে টেকে না’ তত্ত্ব কেউ কেউ সত্য করে যাচ্ছেন। ২০২০ সাল ছিল এমনিতে করোনার কারণে অভিশপ্ত। বিভীষিকাময় এই বছরেও মিডিয়া বেশ ক’টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
অপূর্ব-নাজিয়া