
24views
‘সত্যবচনে’ এবার নিজের বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘তাঁর (ওবায়দুল কাদের) ওপরও আমার ক্ষোভ আছে। এখানে জিততে হলে তাঁর আমাদের লাগবে। সামনে জিততে হলে ওনাকেও সতর্ক হতে হবে। এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউটউ (স্ত্রী) সামলাতে হবে। আর ওনার সঙ্গে যাঁরা হাঁটেন, তাঁরা কার থেকে মাসোহারা পান, তার খোঁজখবর নিতে হবে।’