বলিউডের অনেক নায়িকার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক ভালো না। শুধু তিনি নয়, তার বোনের সঙ্গেও কঙ্গনার অনেক সহকর্মীর খারাপ সম্পর্ক। গণমাধ্যমে এগুলো নিয়ে প্রায়ই খবর প্রকাশ হয়। কঙ্গনার যেকোনো পেশাদার বিষয়েও তার বোন রঙ্গোলি চান্দেল মন্তব্য করেন। এবার এই ইস্যুতে তাদের সঙ্গে জড়ালেন তাপসী পান্নু।

কঙ্গনার বিরুদ্ধে দলবাজি করছেন তপসী পান্নু। মুভি মাফিয়াদের ‘গুড বুকে’ থেকে একের পর এক ছবি করছেন তারা। শুধু তাই নয়,

Leave A Comment