আমাদের দেশে গায়িকা অনেকেই, কিন্তু কণ্ঠশিল্পী হতে পারেন ক’জন? এদিকে গত এক দশক ধরে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভের গুটিকতক উপস্থাপক গুলিয়ে দিয়েছেন শিল্পীদের বিশেষণ! যাকে তাকে কিংবদন্তী বলার অসুস্থ রীতি চালু হয়েছে। গায়িকা আর কণ্ঠশিল্পীর পার্থক্যও তারা বোঝেন না।জিনিয়া জাফরিন লুইপা এদেশের গুণী কণ্ঠশিল্পী। চ্যানেল আইতে ‘সেরা কণ্ঠ’ নামের রিয়েলিটি থেকে পথচলা শুরু হলেও নিজের গানে, চর্চায় ও নিষ্ঠায় শিল্পী হয়ে উঠেছেন তিনি। না, প্রচলিত সহযোগী বা কারো বিশেষ সুবিধা নিয়ে প্রতিষ্ঠা নয়। নিজের চেষ্টা তাকে একটু একটু করে অবস্থান তৈরি করেছে। অপরিহার্য করে তুলেছে এই মিউজিক ইন্ডাস্ট্রির কাছে।