করোনার মধ্যেও ভালো মুনাফা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বলছে, গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ২৩ শতাংশ। কোম্পানিটি বলছে, করোনার কারণে লকডাউন থাকায় বাসায় বসে অফিসের কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাদান কর্মসূচি চালু থাকায় ব্যাপক বিক্রি বেড়েছে তাদের। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।