ঢালিউড চলচ্চিত্রের খ্যাতনামা প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই। আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম। তিনি জানান, তিন দিন আগে প্রযোজক সমিতির সাবেক এই নেতা হঠাৎ করেই বাসায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁর অবস্থা গুরুতর হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে শারীরিক সমস্যা বাড়তে থাকে।

Leave A Comment