করোনাকালে দেশ ও দেশের বাইরে তারকাদের অনেকেই সংসার বেঁধেছেন। অভিনেতা সজলও এই চিন্তা ভাবনার মধ্যে আছেন। তাঁর প্রেম/বিয়ে নিয়ে গুঞ্জন চলছে বহুদিন থেকেই। তাছাড়া সজল বিয়ে করবেন কবে? দীর্ঘদিন ধরেই এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে তিনি আরেকটু অপেক্ষা করবেন। এই কঠিন সময় কেটে গেলেই রয়ে সয়ে বিয়েটা সারতে চান জনপ্রিয় এই অভিনেতা।

এমন প্রশ্নের জবাবে সজলের উত্তর, এ বছর বিয়ের পরিকল্পনা ছিল। এ বছর যেহেতু করোনাকাল, তাই হচ্ছে না। ইনশা আল্লাহ, দেখা যাক আগামী বছর।

Leave A Comment