করোনাভাইরাসের সংকটে ভারতে অনেক তারকা এগিয়ে এসেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। দিল্লির রাকাব গঞ্জ গুরুদ্বারের কোভিড কেয়ার তহবিলে ২ কোটি রুপি অনুদান দিয়েছেন বিগ বি। অমিতাভের এই অনুদানের কথা জানিয়েছেন, দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দার সিং সিরসা।
প্রেসিডেন্ট মনজিন্দার সিং সিরসা যিনি অকালি দল পার্টির মুখপাত্রও, তিনি জানিয়েছেন, শিখদের কাজের জন্য তাদের স্যালুট। শ্রী গুরু তেঘ বাহাদুর কোভিড কেয়ার ফেসিলিটিতে ২ কোটি রুপি অনুদান দেওয়ার সময় এমন কথাই বলেছেন অমিতাভ বচ্চন। এর পাশাপাশি বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনা হবে এই তহবিলের অর্থে, সে ব্যাপারেও নিশ্চিত হয়েছেন অমিতাভ।
[…] […]