ফের এক গবেষণায় উঠে এল নতুন তথ্য। বায়ুবাহিত জলকণা যাত্রা করতে পারে ছ’‌ফুটেরও বেশি দূরত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (‌সিডিসি)‌ নতুন একটি গবেষণায় দেখিয়েছে যে করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়ায় বায়ুতে। 

গত ১৮ সেপ্টেম্বর একটি নির্দেশাবলী পেশ করে তারা। সেখান থেকেই জানা যায়, যখন কোনও কোভিড আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি বা কথা বলেন, তখন তার মুখ থেকে বেরনো জলকণা বাতাসে ভেসে বেড়াতে পারে। আর সেখান থেকেই সবথেকে বেশি সংক্রমণ হয়।

Leave A Comment