খবর ছিল, ‘কুরিয়রের’ মাধ্যমে মাদক পৌঁছচ্ছে লেক টেম্পল রোডের একটি বাড়িতে। চার বন্ধু সেখানে দু’টি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। বড় দিনের আগের দু’সপ্তাহে ওই দুই ফ্ল্যাটেই এমন বিদেশি কুরিয়র এসেছে অন্তত চার বার! কিন্তু অকুস্থলে হানা দিয়ে মাদক উদ্ধার হয়নি, কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। তবে মিলেছে কয়েকটি কুরিয়রের খাম। কুরিয়র সংস্থা বলেই দিয়েছে, “খামে কী থাকে জানি না। সেটা দেখার কথাও নয়!”

Leave A Comment