শিগগিরই গেম অফ থ্রোনস তারকা ব্রিটিশ দম্পতি কিট হ্যারিংটন এবং রোজ লেসলির ঘরে আসছে প্রথম সন্তান। আনুষ্ঠানিকভাবে এই খবর না প্রকাশ না করলেও ব্রিটিশ এক ম্যাগাজিনকে প্রথম সন্তানের খবর নিশ্চিত করেছেন রোজ লেসলি।

গত শনিবার মেক ম্যাগাজিনের ফ্যাশন এডিটর উরসুলা লেক লেসলির বেবি বাম্পের সাদাকালো ছবি প্রকাশ করেছেন।

Leave A Comment