দাড়ি ও পুরুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। সভ্যতার ছোঁয়া পাওয়ার আগে পাথরযুগে পুরুষমানুষমাত্রই দাড়ি রাখত। সময় গেছে। মানুষ যখন পাথর বা ধাতুকে ধার করা শিখে গেল, তখন থেকেই শেভ করার গল্পের শুরু।

ভাবনার বিষয় হলো, বিশ্বের প্রথম ব্যক্তিটি যখন শেভ করেছিলেন, তখন কী অনুভূতি হয়েছিল তাঁর? তখন কি আয়না ছিল, তাতে নিজেকে দেখেছিলেন তিনি? নাকি চেহারায় ঝাপটা মারা ঠান্ডা বাতাস অথবা মুখ ধুতে গিয়ে আর্দ্র অনুভূতি তাঁকে বলে দিয়েছিল, ওস্তাদ! আপনার দুনিয়া বদলে গেছে?

আরও পড়ুনঃ- ব্যক্তিত্ব ও চারিত্রিক বিকাশে সহায়ক কিছু উপায় ।

Leave A Comment