১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে নতুন বছরটি? বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশসহ রাশিচক্রভিত্তিক ভবিষ্যৎ দিকনির্দেশনা দিয়েছেন জ্যোতিষ সম্রাট মহর্ষি ড. মুহম্মদ আনিসুল হক।

মেষ রাশি (Aries)

(২১ মার্চ-২০ এপ্রিল)

বছরের প্রারম্ভে অগ্নিচিহ্নিত রাশি মেষের অধিপতি গ্রহ মঙ্গল এবং অপ্রত্যাশিত ঘটনাবলির কারক ইউরেনাস মেষে অবস্থান করছে। বৃষ রাশিতে রাহু জলজ রাশি কর্কটে চন্দ্র এবং বৃশ্চিকে শুক্র ও কেতু অবস্থান করছে। অগ্নি রাশি ধনুতে রবি ও বুধ, মৃত্তিকা রাশি মকরে বৃহস্পতি, শনি ও প্লুটো, বায়ু রাশি কুম্ভতে নেপচুন অবস্থান করছে। জলজ রাশি মীনে শনির দৃষ্টি রয়েছে।

Leave A Comment