এনার্জি উপচে পড়ছে। মুখে চোখে ক্লান্তির ছাপটুকুও নেই। হিপ হপ স্টাইলের নাচে প্রতিটি স্টেপে সহজ গতিবিধি।আবার তাঁর যে এক্সপ্রেশন আর হাসিতে তরুণী ভক্তদের মনে প্রজাপতি ওড়া শুরু হয়, সেই ‘কিলার এফেক্ট’ও চুঁইয়ে পড়ছে পরতে পরতে। কোভিড বন্দিদশা কাটিয়ে এভাবেই বলিউড সিনেমার সেটে ফিরলেন বরুণ ধওয়ন। ইনস্টাগ্রামে নাচের ভিডিয়ো পোস্ট করে ভক্তদের বুঝিয়ে দিলেন, তিনি পর্দায় ফিরেছেন একেবারে পুরনো ফর্মেই। কোভিড তাঁর একচুল ক্ষতি করতে পারেনি।