ক্যামেরায় মেগাপিক্সেল বেশি মানে যে ভালো ছবি আসবে তা নয়, মেগাপিক্সেল কোয়ালিটিকে ধারণ করে না, এটি মূলত সাইজকে বোঝায়। সাধারণত ৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবির চেয়ে ১২ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি ভালো হবে। তবে দুটি ক্যামেরার সেন্সর যদি একই আকারের হয়, তবে ১২ মেগাপিক্সেল হলেও খারাপ ছবি আসবে।

মূলত স্মার্টফোনের ক্যামেরা মেগাপিক্সেল অনুযায়ী ওই মোবাইলের ক্যামেরাটিতে লাখ লাখ পিক্সেলের ছবি তোলা যায়। ডিজিটাল স্ক্রিন সব ছবি ছোট ছোট বিন্দুর সমন্বয়ে তৈরি হয়। একেই বলে পিক্সেল। ১০ লাখ পিক্সেলে ১ মেগাপিক্সেল হয়।সেন্সরের আকার একই রেখে মেগাপিক্সেল বাড়ানোর সমস্যা হলো, তখন প্রতিটি পিক্সেলের আকার ছোট হয়ে যায় ও পিক্সেল ছোট হলে নয়েজ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধি এগিয়ে নিতে ‘হুয়াওয়ে ক্যারিয়ার কংগ্রেস ২০২১’ শুরু

One Comment

  1. […] আরও পড়ুন: ক্যামেরায় নিখুঁত ছবি আসবে যেভাবে […]

Leave A Comment