
14views
ময়মনসিংহ আর শেরপুরের চারটি শুল্ক স্টেশনেই রাজস্ব ফাঁকির মহোৎসব চলছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া ও কড়াইতলী শুল্ক স্টেশন এবং শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ও কামালপুর শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও পাথর আমদানির ক্ষেত্রে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বিশেষ করে হালুয়াঘাটের গোবড়াকুড়া ও কড়াইতলী শুল্ক স্টেশনে ওজন মাপার যন্ত্র না থাকায় ট্রাকে এলসির চেয়ে দ্বিগুণ পরিমাণ কয়লা দেশে আনা হচ্ছে। এই বাড়তি কয়লার কোনো শুল্কই দেওয়া হচ্ছে না। স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা আর অসাধু আমদানিকারকদের আঁতাতেই চলছে এই শুল্ক ফাঁকি। আর তাঁদের পেছনের শক্তি হিসেবে আছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা।
আরো পড়ুন: নাসির-তামিমার বিয়ে নিয়ে মাওলানা গোলাম রাব্বানীর বক্তব্য ভাইরাল! (ভিডিও)
