এই সময় ডিজিটাল ডেস্ক: বাপরে… করোনা সারতেই তড়িঘড়ি গাড়ি কেনা? তাও আবার ৪ কোটির! কার্তিক আরিয়ানের তো ভাগ্যই খুলে গেল অসুস্থ হওয়ার পর৷ হ্যাঁ, এরকমই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউডের কিউট-হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান৷ যার এক হাসিতেই কাবু মেয়েরা সেই হাসি মুখে নিয়েই ৪ কোটির গাড়ির সামনে পোজ দিলেন কার্তিক৷ কালো ল্যাম্বারগিনির সামনে কার্তিক যেন আহ্লাদে গলেই গেলেন৷কার্তিক তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই গাড়ি কেনার ভিডিয়ো৷ যেখানে দেখা গিয়েছে, কালো ল্যাম্বারগিনির সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক৷ তবে পোজ দিতে গিয়েই বিপাকে পড়লেন কার্তিক, হঠাৎ করেই গাড়ির পিছনে বেলুন ফাটতেই চমকে উঠে, পা পিছলেই পড়ে যাচ্ছিলেন কার্তিক৷
এই ভিডিয়ো পোস্ট করে কার্তিক লিখলেন, ‘কিনে নিলাম, আমার কপালে দামি জিনিস নেই৷ তাই হয়তো পড়ে যাচ্ছিলাম৷ ’
লকডাউনের সময় কার্তিক বার বারই তাঁর সোশাল মিডিয়ায় নানা ভিডিও, ছবি আপলোড করতেন৷ যেখানে মূলত থাকত করোনা নিয়ে সচেতনতা বিধির কথা৷ এমনকী, লকডাউনে ঘরে বসে বার বার লুক চেঞ্জ করতেও দেখা গিয়েছে তাঁকে৷
কার্তিক জানিয়েছিলেন, করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত তিনি সব রকম বিধি নিষেধ মানছেন৷ এবং নিজেকে ঘরবন্দিও করেছেন৷ তবে এবার করোনা সারতেই নিজেকে নিজেই দিলেন ৪ কোটির উপহার৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।