ঘর পরিষ্কার করা এক মহা ঝামেলার কাজ। তার মধ্যে বাড়িতে যদি শিশু থাকে তাহলে তো আর কথাই নেই। ওদের দুরন্তপনায় ঘরদোর নোংরা যেমন হয়, তেমনই পরিষ্কার করতে গিয়েও বার বার বাধা আসে। তার মধ্যে যে সাবান বা ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করা হচ্ছে তা যেনো শিশুর ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে এই জটিল সমস্যার সমাধান করতে পারবে কমলালেবু।

শীতের শেষ। যদিও এখনও বাজারে কমলালেবু কিছুটা হলেও রয়ে গিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘর পরিষ্কারের কাজ অনেকটা সহজ করা যায়।

আরো পড়ুন: ব্যাংক মালিকদের ধুয়ে দিলেন শিল্পমন্ত্রী

One Comment

  1. […] আরো পড়ুন: ঘর পরিষ্কার করতে কমলার খোসার ব্যবহার […]

Leave A Comment