করোনার নয়া উপসর্গ ঘিরে উদ্বেগ বাড়ছে। জ্বর, কাশি, গলা ব্যথা কিংবা শ্বাসকষ্ট না থাকলেও করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে আক্রান্তের ত্বক-জনিত সমস্যা দেখা দিচ্ছে। প্রথমে গা বা পায়ের আঙুলে ফুসকুড়ি বা ঘা হচ্ছে। পরে টেস্ট করাতে গিয়ে করোনা ধরা পড়ছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার বেশ কিছু নতুন উপসর্গের একটি নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় অন্যান্য উপসর্গের সাথে যোগ হয়েছে ত্বক-জনিত সমস্যা।