করোনাভাইরাসের প্রকোপে গত চার মাস প্রেক্ষাগৃহ বন্ধ। ছবি মুক্তি না পাওয়ায় ঈদুল ফিতরে চলচ্চিত্রপাড়া ছিল রংহীন, নিষ্প্রভ। ঈদুল আজহা কড়া নাড়ছে। কিন্তু খুলছে না সিনেমা হল। এবারও মুক্তি পাচ্ছে না কোনো সিনেমা। তাই এবারও চলচ্চিত্রের রঙিন জগতের মানুষদের ঈদ হবে বিবর্ণ।

সরকারি আদেশে গত প্রায় চার মাস বন্ধ থাকা সিনেমা হল এই ঈদেও খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। খোলার সম্ভাবনাও নেই। কারণ, ঈদ আসতে যে সময় বাকি, সেই অল্প সময়ের মধ্যে সিনেমা হলগুলো ঈদের জন্য প্রস্তুত করাও সম্ভব নয়।

Leave A Comment