করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে চলচ্চিত্র কর্মীদের সরকার ৩ কোটি টাকা অনুদান দিচ্ছেন। আর্থিক সংকটে থাকা নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়।
ইতিমধ্যে অনুদানের কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
অনুদানের অর্থ কবে নাগাদ চলচ্চিত্রকর্মীদের দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তথ্য সচিব বলেন, ‘প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে আছে।