কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে ‘পূর্ণিমার আলো’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। গত ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। এবার চাঁদরাতে পূর্ণিমার সঙ্গে হাজির হবেন ওমর তারকা দম্পতি সানি-মৌসুমী।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় দেশ টিভির নিয়মিত সেলিব্রিটি-শো ‘পূর্ণিমার আলো’তে চাঁদরাতের বিশেষ অতিথি হয়ে আসছেন তারকা জুটি চিত্রনায়ক ওমর সানি এবং চিত্রনায়িকা মৌসুমী। মমতাজ হারবাল প্রোডাক্টসের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করে দেশ টিভি।

আরও পড়ুন: ‘বৃষ্টির রেলগাড়ি’তে লুৎফর-পুষ্পিতা

Leave A Comment