অ্যাপলের প্রথম খুচরা দোকানটি খোলার ঠিক ২০ বছর পর গুগল নিজেদের স্টোর খুলতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা করেছে এই গ্রীষ্মে নিউ ইয়র্ক সিটিতে ‘গুগল স্টোর’ নামে তাদের খুচরা দোকানটি চালু হতে যাচ্ছে। শহরের চেলসি নামের এলাকায় করা হবে স্টোরটি। প্রাথমিকভাবে এই স্টোরে বিক্রি করা পণ্যের মধ্যে থাকবে পিক্সেল ফোন, নেস্ট পণ্য, ফিটবিট ডিভাইস এবং পিক্সেলবুক।
অ্যাপলের জেনিয়াস বারের মতো, গ্রাহকদের বিভিন্ন রকমের সমস্যা যেমন সফটওয়্যারগত সমস্যা, ভাঙা পিক্সেল স্ক্রিনটি ঠিক করা বা ইনস্টলেশনজনিত সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেবে গুগল।
[…] আরও পড়ুন: চালু হচ্ছে গুগলের খুচরা দোকান […]
[…] আরও পড়ুন: চালু হচ্ছে গুগলের খুচরা দোকান […]