প্রায় ৪০ বছর পর চীনে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি একটি সিনেমা। আগামী ১৩ নভেম্বর চীনের প্রেক্ষাগৃহে দেখা যাবে পারওয়াজ হ্যায় জুনুন’ নামের সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন হাসিব হাসান। পাকিস্তানের একজন বিমান সেনাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন পারওয়াজ হ্যায় জুনুন নামের এই সিনেমা। এতে দেখা যাবে, জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন গল্পের নায়ক।

২০১৮ সালে পাকিস্তানে মুক্তি পায় পারওয়াজ হ্যায় জুনন’। এটি পাকিস্তানি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে সে বছর। আলোচিত এই সিনেমাটি এবার দেখার অপেক্ষায় চীনা দর্শকরা।

Leave A Comment