সংগ্রাম অনলাইন ডেস্ক: যাদের মাথায় খুসকি রয়েছে তাদের সতর্ক হওয়া উচিত। কারণ খুসকির কারণে চুল পড়ে যেতে পারে।খুসকি দূর করতে ব্যবহার করতে পারেন আদার রস।

যেভাবে ব্যবহার করবেন:

১. এক টুকরো কাঁচা আদা ছোট ছোট করে কেটে থেঁতলে নিন।

২. কুচোনো বা থেঁতলানো আদা অল্প পানি দিয়ে কম আঁচে ফুটিয়ে নিন। ধীরে ধীরে পানির রঙ বদলে হালকা ঘোলাটে হলুদ হয়ে উঠলে চুলা বন্ধ করে দিন

Leave A Comment