ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন সম্রাজ্ঞী শাবনূর এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়া শাবনূরের জীবনে বড় ধরনের ধকল বয়ে গেছে কদিন আগে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সঙ্গী একমাত্র ছেলে আইজান।
সম্প্রতি সিডনি থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আইজানকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান শাবনূর।