ভারতের দক্ষিণের সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার মধ্য দিয়ে আবারও স্যুটিং সেটে পা রাখছেন। আল্লুর বিপরীতে সিনেমায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে। এটি পরিচালনা করছেন ‘রাঙ্গাস্থালাম’ সিনেমাখ্যাত সিনেমার পরিচালক সুকুমার। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।